শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘সনদ নির্ভর গতানুগতিক লেখাপড়া দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। আমাদের তরুণ প্রজন্মকে শিল্পকারখানার চাহিদা বিবেচনা করে বিশ্বমানের জ্ঞান-প্রযুক্তির আলোতে আলোকিত হতে হবে।’
মঙ্গলবার ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন এন্ড টেকনোলজি (বিআইএফটি) এর ২য় গ্র্যাজুয়েশন সিরিমনিতে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, দেশের পোশাকখাতে দক্ষ জনশক্তির ঘাটতির কারণে ১৯ হাজারেরও অধিক বিদেশি এ শিল্পে নিয়োজিত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার চার বছর পূর্বে ঢাকার তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইলস ইনস্টিটিউটকে পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টেক্সটাইলস বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের মাধ্যমে পোশাকখাতের দক্ষজনবলের অভাব কাটিয়ে ওঠার উদ্যোগ নেয়। একইসাথে বেসরকারি খাতের বিআইএফটিকে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (বিইউএফটি)-তে উন্নীত করা হয়।
মন্ত্রী বলেন, ‘পোশাকখাতে উচ্চতর শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি হওয়ায় এখন আমাদের পোশাকশিল্পে বিদেশি জনবলের সংখ্যা হ্রাস পাচ্ছে। বর্তমানে ১২ হাজার বিদেশি বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত।’ দ্রুত এসব স্থান দেশীয় জনবল দ্বারা পূরণ করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
0 coment rios:
আপনার একটি গুরুত্বপূন্য কমেন্ট লেখককে অনুপ্রানিত করে । অনুগ্রহ করে আপনার অনুভুতি আমাদেরকে জানান । আশা করি আমরা সহযোগিতা করতে পারবো ।