Friday, 20 November 2015

যেকোন হিডেন ফাইল আনহাইড করুন

অনেক সময় ভাইরাসজনিত কারণে বিভিন্ন ফাইল হিডেন হয়ে যায়। ঐ ফাইল সহজে আনহাইড করা যায় না। আজ আমি ছোট্ট একটি সফটওয়্যারের কথা বলল। এটি দিয়ে যে কোন কারণে হিডেন হয়ে যাওয়া ফাইল আনহাইড করতে পারবেন। এই সফটওয়্যারটির নাম HiddenFileTool মাত্র ২৬ কিলোবাইটের সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন। এখন এটা ওপেন করার পর Browse থেকে ফোল্ডার দেখিয়ে দিন (যেটাতে হিডেন ফাইল আছে)। তারপর Search বাটনে ক্লিক করুন। এতে সব হিডেন ফাইল দেখা যাবে। তারপর যে ফাইলটা আনহাইড করতে চান সেটি সিলেক্ট করে Apply বাটনে ক্লিক করুন। সাথে সাথে ফাইলটি আনহাইড হয়ে যাবে। এছাড়া কোন ফাইলকে হাইড করতে চাইলে ফাইলটি সিলেক্ট করে Set Attribute থেকে Hidden সিলেক্ট করে Apply করুন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios:

আপনার একটি গুরুত্বপূন্য কমেন্ট লেখককে অনুপ্রানিত করে । অনুগ্রহ করে আপনার অনুভুতি আমাদেরকে জানান । আশা করি আমরা সহযোগিতা করতে পারবো ।