Monday, 23 November 2015

ব্লগারে প্রতিটি পোস্টের নীচে যুক্ত করুন Like & Dislike বাটন !

লাইক এবং ডিজলাইক খুব মজার একটি জিনিস
আমারা যারা ফেসবুক ব্যবহার করি তারা সবাই যানি ফেসবুকে Like করা যাই কিন্তু Dislike করা যাই না তবে আজকে যে ওয়েডগেট মানে বাটন আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা আপনি ইউটিউব লাইক ডিজলাইক এর মত । এই লাইক বাটন গুলর সব থেকে মজার বিষয় হল আপনি ইচ্ছে মত স্টাইল ব্যবহার করতে পারবেন আপনার ব্লগার ব্লগস্পট ব্লগে ।

তাহলে একেবারে নীচে থেকে এই বাটন এর ডেমো দেখেনিন আমি নিজেই এটা ব্যবহার করে এমন কি আজকের এই পোস্টেও ব্যবহার করেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার ব্লগে ব্যবহার করবেন ।

অনেকের প্রশ্ন কেন এই লাইক ডিজলাইক বাটন ব্যবহার করবো?

আসলে এটা ব্যবহার করা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার এতে আপনার ব্লগের ভিজিটর বাড়বে বা অন্য কোন উপকার হবে তেমন কিছু না এটা ব্যবহার করে আপনি বুঝতে পারবেন আপনার পোস্ট কত জন পছন্দ করেছে আর কতজন পছন্দ করেনি মূলত আমার মতে এটাই এর মূল কাজ ।

কিভাবে Like & Dislike বাটন ব্লগার ব্লগে যুক্ত করবেন !

প্রথমে আপনি আপনার ব্লগার লগইন করুন ড্যাশবোর্ড থেকে Template এবং Edit HTML এ ক্লিক করুন এবং আপনার কীবোর্ড এর CTRL+F প্রেস করে নিচের ট্যাগ টি সার্চ করুন ।

<data:post.body/>

উপরের ট্যাগ খুজে পেলে আপনি প্রথমেই যেটা পাবেন তার ঠিক নীচে নিচের কোড গুল কপি করে পেস্ট করে দিন

<br/> <span class="likebtn-wrapper" data-identifier="likeButton1"></span> <script>(function(d,e,s){if(d.getElementById("likebtn_wjs"))return;a=d.createElement(e);m=d.getElementsByTagName(e)[0];a.async=1;a.id="likebtn_wjs";a.src=s;m.parentNode.insertBefore(a, m)})(document,"script","//w.likebtn.com/js/w/widget.js");</script> <br/><br/>

উপরের কোড গুল বসানোর পর আপনি একি ভাবে উপরের ট্যাগটি আবার সার্চ করুন দেখুন দ্বিতীয় বার পাবেন মানে এই ট্যাগটি

<data:post.body/>

এবার একি ভাবে এই ট্যাগ এর নীচে উপরের কোড গুল বসিয়ে দিন ।

আপনার কাজ শেষ এবার টেম্পলেট সেভ করুন।  আর দেখুন লাইক বাটন। 
কাজ হলে একটা কমেন্ট করে জানান। 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios:

আপনার একটি গুরুত্বপূন্য কমেন্ট লেখককে অনুপ্রানিত করে । অনুগ্রহ করে আপনার অনুভুতি আমাদেরকে জানান । আশা করি আমরা সহযোগিতা করতে পারবো ।