ফ্রি ইন্টারনেট নিয়ে অনেকতো গবেষনা করলেন, কিন্তু ফ্রি কি এতই সহজ।। মনে রাখতে হবে ফ্রি একমাত্র আমাদের বাবা-মা ই দেই। তাই মামা-বাবার কথা একটু ভাবুন।
যাক কথা না বাড়িয়ে কাজে আসি,
যাক কথা না বাড়িয়ে কাজে আসি,
বাংলালিংক দিচ্ছে ২০ টাকায় ৫০০ মেগাবাইট। আপনি ২০ টাকা দিয়ে কিনে নিতে পারেন। আমি ব্যাবহার করছি।
পোষ্টি ট্যাগ করছি :
বাংলালিংক ফ্রি ইন্টারনেট, ফ্রি ইন্টারনেট, বাংলালিংক পেকেজ, বাংলালিংক অফার, বাংলালিংক ফ্রি অফার।
বাংলালিংক ফ্রি ইন্টারনেট, ফ্রি ইন্টারনেট, বাংলালিংক পেকেজ, বাংলালিংক অফার, বাংলালিংক ফ্রি অফার।
কি কি আছে ২০ টাকার পেকেজে?
ভাই পেকেজে শুধু ৫০০ মেগাই আছে, এই পেকেজটি যারা কম টাকায় বেশি মেগা পেতে চায়, কারণ পেকেজের ডেট যতই হোক (মানে ৩দিন হলেউ চলবে) মেগা বেশি হতে হবে।
আপনি ২০ টাকা দিয়ে ৫০০ মেগা ( 3G) পেবেন, যে কোন কিছুতে ব্যাবহার করতে পরাবেন।
কিভাবে কিনবেন?
আপনার মোবাইল ডাইল অপশনে যান এবং ডাইল করুন:
*5000*99*1#
দেখুন কত টাকা দিয়ে কত মেগা কিনবেন? এবার চয়েছ হলে 1 চাপুন। আর খুশিতে ব্যাবহার করুন।
.
নোট: অনেক সিমে ৯৯ টাকার পেকেজ দেখায়, ভয় পাবেন না, আপনার সিমে ২৫ টাকা তুলুন, তারপর ডায়াল করুন হয়ে যাবে।
.
নোট: অনেক সিমে ৯৯ টাকার পেকেজ দেখায়, ভয় পাবেন না, আপনার সিমে ২৫ টাকা তুলুন, তারপর ডায়াল করুন হয়ে যাবে।
ধন্যবাদ।
tnx
ReplyDeleteওয়েলকাম
Delete