Saturday, 30 January 2016

বিরক্তিকর কলারকে ব্লক করুন

বিরক্তিকর কলারকে ব্লক করুন

বিরক্তিকর কলারকে ব্লক করুন কোনো সফ্টওয়্যার ছাড়াই, টাকা ছাড়াই। 

অনেক সময় আমাদের মোবাইল এ বিরক্তিকর কল আসে সেটা বন্ধকরতে আমরা বেছে নেই CallBlock Service। সেজন্য অপারেটররা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমান টাকা কেটে নেয়। এমনকি অনেকে বিভিন্ন প্রকার Call block সফ্টওয়্যার ওব্যবহার করি। কিন্তু আমরা বেশিরভাগই এই ২পদ্ধতির কোনোটাই ব্যবহার করিনা বা করতে চাইনা। তাই এসব জামেলায় না গিয়ে আপনাদের একটা সহজ টিপস দিবো। আসুন দেখে নেই টিপসটি-----

***জিপি, রবি, বাংলালিংক, এয়ারটেল এর জন্য***

প্রথমে আপনার মোবাইল এর CallDivert Option এ যান (VoiceCall) এরপর সেখান থেকে Divert When Busy/If busy তে চাপুন এবং Active চাপুন।

তারপর To Other Number এ নিচের অপারেটর অনুসারে নাম্বার বসিয়ে দিন এবং Ok চাপুন।

ক) GP এর জন্য 1266
খ) Robi এর জন্য 8121
গ) Banglalink এর জন্য 770
ঘ) Airtel এর জন্য 789

এবার ফলাফলঃ

এখন থেকে যে কলারই আপনাকে কল করুক না কেন আপনি শুধু Call টা কেটে দিন। এখন যে আপনাকে Call করছে তার ১২টা বাজতে শুধু করছে। অর্থাত্‍ তার মোবাইল এ Call টা রিসিভ হয়ে গেছে। ভয় নেই আপনার টাকা কাটবেনা। আরেকটি পদ্ধতি হলো--- আপনার মোবাইল এ"Screening Option" থাকলে সেখানে গিয়ে List এ বিরক্তিকর কলার নাম্বার এড করুন ব্যাস।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios:

আপনার একটি গুরুত্বপূন্য কমেন্ট লেখককে অনুপ্রানিত করে । অনুগ্রহ করে আপনার অনুভুতি আমাদেরকে জানান । আশা করি আমরা সহযোগিতা করতে পারবো ।