১-আজো মানুষ নিজের বিচার করতে শিখে নি। ২-জয় বা পরাজয়ের গ্লানি মেটাতে পরাজিতদের গাল দেওয়া একটা রেওয়াজ হয়ে দাড়িয়েছে। ৩-আমি বাগদাদের অধীশ্বর তবে সুখ ভিক্ষুক, সেত আমার তুলনায় বাগদাদের ভিক্ষুক, তবু সুখের অধীশ্বর। ৪-জীবন যৌবন বহতা নদীর মত। ৫-অনাবিল হাসি হচ্ছে ভাল কথারই শারীরিক রূপ আর যারা ভাল কথা বলতে পারে তারা ভাল হাসতে ও পারে হাসি আর কথার মূল উৎস একই জায়গা। ৬-হেকিমী দাওয়াই তৈরি করতে অনেক রকম উপাদান প্রয়োজন হয়, তেমনি হাসি একটা জিনিস কিন্তু হাসি তৈরি হয় নানা জিনিস দিয়ে, খাওয়া,পরা, আরাম, শিক্ষা আরো বহু কিছু লাগে। ৭-মহলে নাকি রূপের তুফান এসেছে এক আরমেনী বাদী। ৮-প্রেমে আর খাদে বেশি তাফাৎ নেই। ৯- মানবীর যৌবনই কি যথেষ্ট? তাহলে জননী রূপে সে কিসের মর্যাদা পায়। ১০-নারীর নির্লজ্জ হওয়ার অধিকার আছে, তাও শুধু প্রেমে। একটি মানুষের যার সান্নিধ্যে তার অস্তিত অর্থবান হয়। তেমনি মানুষের জন্যে জনিম দরদী দেহ্-কান(চাষী) যেমন নহরের পানি নিজের জমির জন্য বাঁধ দিয়ে রাখে প্রেমিক নারী তেমনই সমস্ত সঙ্কোচ একটি হৃদয়ের জন্য সঞিত রাখে। ১১-যে নারী বিশ্বের শ্রেষ্ট সৃষ্টি মানব জাতির শিশুকে পৃথিবীতে আমন্ত্রণ দিয়ে আনে- যে নারী শাশ্বত মানবতার জননী বসুন্ধরার অঙ্গীকার সে অত সস্তা নয়। ১২-যুক্তির পেছনে থাকে মুক্তির স্বপ্ন আর এই মুক্তির স্বপ্নই মানুষকে মানুষ বানায়। ১৩-মহাপুরুষদের অনেক দেরিতে চেনা যায়, চল্লিশ বৎসর লেগে গিয়েছিল হযরত মুহাম্মাদ(সঃ) কে জানতে। ১৪-দীরহাম দৌলত দিয়ে ক্রীতদাসের গোলাম কেনা চলে, বন্দী কেনা সম্ভব, কিন্তু ক্রীতদাসের হাসি না। বই --দেনা পাওনা লেখক--রবীন্দ্রনাথ ঠাকুর ১৫-শুকনো শক্ত খেজুর গাছ থেকে রস বাইর করতে হলে আগে ঘাম বের করতে হয় নিজের। ১৬-দুঃখ থেকে আনতে হয় আনন্দ। দুঃখ থেকে যে পালায় আনন্দ ও তাকে ফাঁকি দিয়ে বেড়ায়। ১৭- কুকুর বিড়াল থিকাও অধম হয় মানুষ শয়তান থিকাও সাংঘাতিক হয় মানুষ। বই-- কৃষ্ণকান্তের উইল লেখক-- বঙ্কিমচন্দ্র চট্টোপধ্যায় ১৮-যাহার ঘরে চাকরানী নাই তাহার ঘরে ঠকামি, মিথ্যা সংবাদ, কোন্দল এবং ময়লা, এই চারটি বস্তু নাই। ১৯- সুখ যায় স্নৃতি যায় না, ক্ষত ভাল হয় দাগ ভাল হয় না, মানুষ যায় নাম থাকে। ২০- রূপে মুগ্ধ, কে কার নয়। আমি এই হরিতনীল চিএিত প্রজাপতিটির রূপে মুগ্ধ। তুমি কুসুমতি কামীনি শাখার রূপে মুগ্ধ। তাতে দোষ কি? রূপত মোহের জন্য হইয়া ছিল। ২১- বাঘ গরু মারে সকল গরু খায় না। স্ত্রীলোক পুরুষ কে জয় করে কেবল জয় পতাকা উড়াইবার জন্য। ২২- এ সংসারে বিশেষ দুঃখ এই যে মরিবার সময়ে কেহ মরে না। অসময়ে সবাই মরে। ২৩- আমার এমন গুন নাই যাহাতে আমায় তুমি ক্ষমা করিতে পার কিন্তু তোমার ত অনেক গুন আছে , তুমি নিজ গুনে আমায় ক্ষমা কর। ২৪- যাহাকে ভালবাস তাহাকে নয়নের আড় করি ও না। ২৫- এ পৃথিবীর সুখ নহে সুখ ও দুঃখময়, কোন সুখেই সুখ নাই কোন সুখই সম্পূর্ণ নহে।
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 coment rios:
আপনার একটি গুরুত্বপূন্য কমেন্ট লেখককে অনুপ্রানিত করে । অনুগ্রহ করে আপনার অনুভুতি আমাদেরকে জানান । আশা করি আমরা সহযোগিতা করতে পারবো ।