Saturday, 27 February 2016

হুমায়ূন আহম্মদের অনবধ্য সাহিত্য কর্ম শ্রেষ্ঠ চরিত্র হিমুকে নিয়ে কবিতা

হুমায়ুন আহমেদ স্মরণে কবিতা 
************* ** : জীবনের হিসাব মিলাতে চল যাই হিমু সেজেএম , জি, আর , মাসুদ রানা



মহাকাব্য লিখতে বসি নিঝুম রাতে একাআঁখি মাঝে ভাষার ঝালর নাছে স্বপ্ন কেকা ।বাঁশ বাগানে জুনাক জ্বলে ভাসে আধার রাতিসন্ধ্যা ক্ষনে নিভিয়ে রাখে দুঃখ বুড়ীর বাতি ।সারাদিন মান ছুটে খেটে যা করে সঞ্চয়নেয়না কেউ খবর একলা রাধে খায় ।নেড়ি কুকুর বুড়ীর সাথি সেথা রয় পড়েধুলুবালি শুকনো পাতা ঘরটি নড়ে বড়ে ।বাসন কুশন সেই আমলের মান্দা জীর্ণ অতিবাকা ডালের লাটি ছাড়া নেই যে চলার গতি ।
মজার বিষয় হিমু একদিন সে ঘরে গিয়েডাকলে আছ কেহ যাই একটু জিরায়ে ।বুড়ি অবাক মহানন্দে অথিতি এক খাসানিশ্চয় স্বর্গ দুত এবার পুরাবে মনের আশা ।শুন দুত ভাঙ্গা কুটির এমন দশা ছিলনা মোরবাড়ি ভরা মানুষ ছিল আর অভিজাত ছিল ঘরবাবা ছিল শৌখিন অতি দৌড়াত টাট্রু ঘোড়ামা ছিল বুদ্ধিমতি একাই সরব রাখত পাড়াভাইয়েরা ছিল বীর কেশরী উচু বুকের পাটাকেঁউ ছিলনা জুড়ি তাদের সব থাকত ভয়ে সাঁটা ।
হিমু কহে অহে বুড়ি বকছ আমায় পেয়েকান ধরেছি ভুল হবেনা গেলাম দিক হারিয়েবনে বনে ঘুরে ঘুরে কতই খেলাম চেকাঅবশেষে মিলল এসে আচ্ছা তোমার দেখা ।যদি পার উদ্ধার কর দিয়ে ঘটা জলদম বুঝি আটকে গেল খেয়ে শুকনো ফল ।বিশ্বাস হয়না এই দেখ জামা ছেড়া কাঁটার গাঁরেসাথিরা সব আমায় ফেলে ফিরল কলের নায়েআমি কবি আঁকতে ছবি বেড়াই মুক্ত মনেআখির পাতায় আঁকা যা লিখি অনুক্ষনে ।
বুড়ি কহে আশা ছেড়ে ভেঙ্গে এহেন ভুললেখক তুমি উদাস কেন ? আউলা মাথা চুলদিক চিনাবে নব নবীনের স্বপ্ন জ্ঞান জ্বেলেদিক ভুলে সেই তুমি ভাঙ্গা কুটিরে এলেএকটু হাওয়ায় ঘর উড়ে যায় আবার তা বাধিএমনি করে কতদিন কাটালুম একলা নিরবধিবৃষ্টি এলে ভিজে যাই কভু থাকি ঝাঁকড়া ঝুপেমশায় খায় শিতে ভুগি অধর কভু কাঁপে ।বনের পশু মাঝে মাঝে দিয়ে দেখা ছুটেউদাস হাওয়া ফুল পাখিরা তাই দেখে মজা লুটে ।
হিমুর পিপাসা উভে গেল শুনে বুড়ির ব্যথাআবার কহ সেই সে দিনের সুখের যত কথা ।দুচোখে জল টলমল কহে বুড়ি বাবা তুমি বাঁচবহুদিনের পরম আত্মীয় যেন খেই হারিয়ে নাচ ।সেই সে দিনে এই বুড়ী থাকত কত নয়ন মাঝেমিষ্টি কথা কইত কেহ ভাবুক রাঙ্গা লাজেপথের যুবা শিস দিত শুনায়ে গানের কলিনিত্য যেতাম পাটশালায় হেথা জ্ঞান প্রদিপ জ্বালিআসবে কবি এক গুনিজন বিদ্যালয়ে জেনেসাজিয়ে দিলাম সারাটি গাঁ মোরা মিলে কজনে ।
ভাষা জ্ঞান স্মৃতির আল্পনা হিমু শুনে ভাবেএমন মানুষ কেমন হল না বুঝি তবে ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios:

আপনার একটি গুরুত্বপূন্য কমেন্ট লেখককে অনুপ্রানিত করে । অনুগ্রহ করে আপনার অনুভুতি আমাদেরকে জানান । আশা করি আমরা সহযোগিতা করতে পারবো ।