Friday, 19 February 2016

নজরুল রচনা তালিকা -কাজী নজরুল ইসলামের রচনা সমগ্র ডাইনলোড

নজরুল রচনা তালিকা

কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সংগীতস্রষ্টা, দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী এবং অনন্য ভূমিকা রেখেছেন। ভারতের পশ্চিম বাংলায় জন্ম নেয়া এই কবি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী এবং বাংলাদেশের জাতীয় কবি। নিম্নে তাঁর রচিত সাহিত্য কর্মের একটি তালিকা দেয়া হলঃ

বাংলার জাতীয় কবি ,কাজী নজরুল ইসলামের নানা ধরণর রচনা সমগ্র আমাদের জানা নেই । তাই আজ নিয়ে এলাম নজরুলের সকল বই যা সাল সহ উল্লেখ আছে । যা এক নজর দেখলেই নজরুলের কবে কোন রচনা লেখেছেন জানা যাবে । 

কবিতা[সম্পাদনা]

কবিতা ও সংগীত[সম্পাদনা]

সংগীত[সম্পাদনা]

মূল নিবন্ধ: নজরুলগীতি

ছোট গল্প[সম্পাদনা]

উপন্যাস[সম্পাদনা]

নাটক[সম্পাদনা]

প্রবন্ধ এবং নিবন্ধ[সম্পাদনা]

অনুবাদ এবং বিবিধ[সম্পাদনা]

সঙ্গীত গ্রন্থাবলী[সম্পাদনা]

  • বুলবুল (১ম খন্ড-১৯২৮, ২য় খন্ড-১৯৫২)
  • চোখের চাতক (১৯২৯)
  • চন্দ্রবিন্দু (১৯৪৬)
  • নজরুল গীতিকা (১৯৩০)
  • নজরুল স্বরলিপি (১৯৩১)
  • সুরসাকী (১৯৩১)
  • জুলফিকার (১৯৩২)
  • বনগীতি (১৯৩২)
  • গুলবাগিচা (১৯৩৩)
  • গীতিশতদল (১৯৩৪)
  • সুরলিপি (১৯৩৪)
  • সুর-মুকুর (১৯৩৪)
  • গানের মালা (১৯৩৪)

আরো দেখুন[সম্পাদনা]


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios:

আপনার একটি গুরুত্বপূন্য কমেন্ট লেখককে অনুপ্রানিত করে । অনুগ্রহ করে আপনার অনুভুতি আমাদেরকে জানান । আশা করি আমরা সহযোগিতা করতে পারবো ।