♥ বিয়ের জন্য আমল ::::♥
#দ্রুত বিয়ের জন্যে কিছু আমল দেওয়া হলো:::
- এস্তেগফার করা। যথাসম্ভব সার্বক্ষণিক
এস্তেগফার করা।
- তারপর সুরা ফুরকানের ৭৪ নং আয়াতটা পড়তে
পারেন। ﺭَﺑَّﻨَﺎ ﻫَﺐْ ﻟَﻨَﺎ ﻣِﻦْ ﺃَﺯْﻭَﺍﺟِﻨَﺎ ﻭَﺫُﺭِّﻳَّﺎﺗِﻦَﺍ ﻗُﺮَّﺓَ ﺃَﻋْﻴُﻦٍ
ﻭَﺍﺟْﻌَﻠْﻨَﺎ ﻟِﻠْﻤُﺘَّﻘِﻴﻦَ ﺇِﻣَﺎﻣًﺎ
অনেকে বলেন ফরজ নামাজের পর পড়তে।
কারণ হাদিসের ভাষ্যমতে, ফরজ নামাজের পর দুয়া
কবুল হয়। আর এটাও একটা দুয়া!! (তিরমিযি -৩৪৯৯ হাসান)
- বেশি বেশি দুয়া করা। বিশেষ করে দুয়া কবুলের
মুহুর্তগুলো একটাও বাদ দেয়া উচিত না।
- আমলের পাশাপাশি হালাল পন্থায় পাত্রের সন্ধান ও
চেষ্টা করতে হবে।
২- বাংলাদেশের সমাজের যেসব ফেতনা রয়েছে,
তার মধ্যে অন্যতম 'জাদু/সিহর' এর চর্চা। এমন
অনেককেই দেখা যায়, যাদেরকে জাদু করে
আটকে রাখা হয়। বয়স হয়ে যাচ্ছে, কিন্তু বিয়ের
প্রস্তাব আসছে না। অথবা প্রস্তাব আসলেও
অজ্ঞাত কারণে ফিরে যাচ্ছে। এক্ষেত্রে, যারা
সহীহভাবে রুকইয়া করেন তাদের শরণাপন্ন হওয়া
ভালো। পাশাপাশি নিজেও বিভিন্ন রুকইয়ার আমল করতে পারেন।
#ভালো হয়, কিছু টাকা সদকা করে
দিলে। হাদিসে সদকার অনেক ফাজায়েল বলা
হয়েছে। তারমধ্যে একটি হচ্ছে, সদকা দ্বারা
বিপদাপদ দূর হয়। (ইবনে হিব্বান- ৩৩০৯)
পাশাপাশি এই দোয়া করা যাবে, হে আল্লাহ এমন একজন কে স্বামী হিসেবে মিলিয়ে দিন যার সাথে সংসারী হলে দুনিয়া আখেরাতের কল্যাণ হয়।
keyword :
#দ্বিতীয় আমলঃ
বিয়ে করা যুবক-যুবতীদের জন্য ক্ষেত্র ভেদে ফরজ আবার কখনো সুন্নত। কিন্তু দ্রুত বিয়ে করে নেয়াই ভালো। অনেকের বয়স অতিক্রম হয়ে যায়, তারপরও বিয়ে হয় না। তাদের জন্য নিম্নের আমলটি দেয়া হলো;
যেসব যুবক-যুবতীদের বিবাহের বয়স অতিক্রম হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না, তাদের মধ্যে যুবকেরা ডান হাত দিয়ে বাম হাতের কব্জি চেপে ধরে এবং যুবতীরা বাম হাত দিয়ে দান হাতের কব্জি চেপে ধরে প্রত্যহ ফজরের নামাজের পর সূর্যোদয়ের আগে ৪০ বার হিসাবে ৪০ দিন পর্যন্ত ইয়া ফাত্তাহু (الفتاح) অর্থ হে উন্মুক্তকারী বা প্রস্তুকারী পড়বেন।
ইয়া ফাত্তাহু (الفتاح) আল্লাহর একটি পবিত্র নাম। বিয়ে ছাড়াও আল্লাহ তাআলার এই পবিত্র নাম ফজরের নামাজের পর দুই হাত বুকের উপর রেখে ৭১ বার পাঠ করলে অভাব দূর হবে,মনোবল বৃদ্ধি পাবে এবং সকল কাজ সহজ হবে ইনশাল্লাহ।
0 coment rios:
আপনার একটি গুরুত্বপূন্য কমেন্ট লেখককে অনুপ্রানিত করে । অনুগ্রহ করে আপনার অনুভুতি আমাদেরকে জানান । আশা করি আমরা সহযোগিতা করতে পারবো ।