Wednesday, 18 November 2015

এইচএসসি : পদার্থবিজ্ঞান প্রথম পত্র জ্যোতি ভূষণ বিশ্বাস প্রভাষক,রাজউক উত্তরা মডেল কলেজ উত্তরা, ঢাকা

বহু নির্বাচনী প্রশ্ন
১।           মিলিটারি কম্পাস আবিষ্কার করেন-

                ক. এডিসন

                খ. আর্কিমিডিস

                গ. গ্যালিলিও

                ঘ. ভাস্কো দ্য গামা

২।           কোন বিজ্ঞানী ‘প্রতিফলন দূরবীক্ষণ যন্ত্র’ আবিষ্কার করেন?

                ক. আর্কিমিডিস

                খ. এডিসন

                গ. গ্যালিলিও

                ঘ. আইজ্যাক নিউটন

৩।          বলবিদ্যার জনক কে?

                ক. গ্যালিলিও

                খ. আইনস্টাইন

                গ. আইজ্যাক নিউটন

                ঘ. পিথাগোরাস

৪।           আলোর ব্যতিচারের ক্ষেত্রে দ্বি-চির পরীক্ষার উদ্ভাবক কোন বিজ্ঞানী?

                ক. টমাস ইয়াং

                খ. হাইগেন

                গ. স্মেল

                ঘ. আইজ্যাক নিউটন

৫।           বৈদ্যুতিক ডায়নামো আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?

                ক. টমাস ইয়াং

                খ. ম্যাক্সওয়েল

                গ. মাইকেল ফ্যারাডে

                ঘ. ম্যাক্স প্লাঙ্ক

৬।          কোন বিজ্ঞানী বিদ্যুৎ চুম্বকত্ব তত্ত্ব আবিষ্কার করেন?

                ক. ম্যাক্সওয়েল

                খ. মাইকেল ফ্যারাডে

                গ. ম্যাক্স প্লাঙ্ক

                ঘ. ওয়েরস্টেড

৭।           তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত সূত্র প্রদান করেন কোন বিজ্ঞানী?

                ক. ওয়েরস্টেড

                খ. ম্যাক্স প্লাঙ্ক

                গ. ম্যাক্সওয়েল

                ঘ. মাইকেল ফ্যারাডে

৮।          কোন বিজ্ঞানী বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের জন্য ডিটেক্টর আবিষ্কার করেন?

                ক. রাদারফোর্ড

                খ. ফ্যারাডে

                গ. প্লাঙ্ক

                ঘ. ম্যাক্সওয়েল

৯।           স্থান, কাল ও জড় বা ভর ধ্রুবক নয়-এগুলো আপেক্ষিক, এটি কার অভিমত?

                ক. আইজ্যাক নিউটন

                খ. আলবার্ট আইনস্টাইন

                গ. কার্ল মার্ক্স

                ঘ. ম্যাক্স প্লাঙ্ক

১০।        আইনস্টাইনের ভর-শক্তি সমীকরণ কী?

                ক. ট = সা২          খ. ঊ =  ২সা

                গ. ঊ = সপ২                        ঘ. ট =  সপ

১১।        স্ক্রু গজের সম্ভাব্য যান্ত্রিক ত্রুটির সংখ্যা-

                ক. ১ খ. ২ গ. ৩   ঘ. ৪

১২।        স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের শূন্য দাগ রৈখিক স্কেলের শূন্য দাগের নিচে থাকলে তাহলে যান্ত্রিক ত্রুটি হবে-

                ক. ধনাত্মক

                খ. ঋণাত্মক

                গ. নিরপেক্ষ

                ঘ. কোনোটি ঠিক নয়

১৩।       যেসব যন্ত্র স্ক্রু নাট নীতির ওপর ভিত্তি করে তৈরি, সেসব যন্ত্রের কী ত্রুটি দেখা যায়?

                ক. পিছট ত্রুটি

                খ. শূন্য ত্রুটি

                গ. প্যারালাক্স

                ঘ. ক ও খ উভয়ই

১৪।        পাঠ নেওয়ার সময় স্ক্রুকে একই দিকে ঘুরিয়ে যে যান্ত্রিক ত্রুটি পরিহার করা যেতে পারে-

                ক. শূন্য ত্রুটি

                খ. পিছট ত্রুটি

                গ. ধনাত্মক ত্রুটি

                ঘ. ঋণাত্মক ত্রুটি


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios:

আপনার একটি গুরুত্বপূন্য কমেন্ট লেখককে অনুপ্রানিত করে । অনুগ্রহ করে আপনার অনুভুতি আমাদেরকে জানান । আশা করি আমরা সহযোগিতা করতে পারবো ।