Wednesday, 18 November 2015

প্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি : বিজ্ঞান

জীব ও আমাদের পরিবেশ বহু নির্বাচনী প্রশ্ন

১।           প্রাণী উদ্ভিদের ওপর কিসের জন্য নির্ভরশীল?

                ক. আলোর জন্য              

                খ. পানির জন্য

                গ. বীজের জন্য

                ঘ. খাদ্যের জন্য

                উত্তর : খাদ্যের জন্য

২।           খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

                ক. ঘাসফড়িংমতৃণজাতীয় উদ্ভিদমসাপমব্যাঙ

                খ. ব্যাঙমঘাসফড়িংমতৃণজাতীয় উদ্ভিদমসাপ

                গ. সাপমঘাসফড়িংমতৃণজাতীয় উদ্ভিদমব্যাঙ

                ঘ. তৃণজাতীয় উদ্ভিদমঘাসফড়িংমব্যাঙমসাপ

                উত্তর : তৃণজাতীয় উদ্ভিদমঘাসফড়িংমব্যাঙমসাপ

৩।          সবুজ পাতার ক্লোরোফিল কোন কাজে সহায়তা করে?

                ক. খাদ্য তৈরিতে  খ. বংশবৃদ্ধিতে

                গ. শ্বাসকার্যে      ঘ. পরাগায়ণে

                উত্তর : খাদ্য তৈরিতে

৪।           পরিবেশের মূল উপাদান নয় কোনটি?

                ক. মাটি                খ. ঘরবাড়ি

                গ. পানি                ঘ. বায়ু

                উত্তর : ঘরবাড়ি

৫।           মানুষসহ পরিবেশের সব উদ্ভিদ ও প্রাণীর জীবনকে নানাভাবে প্রভাবিত করে কোনটি?

                ক. পাথর              খ. পানি

                গ. চুন    ঘ. টিন

                উত্তর : পানি

৬।          জড় পরিবেশের উপাদান কোনটি?

                ক. পাহাড়    খ. অ্যাকুরিয়াম

                গ. ঘাস       ঘ. ডলফিন

                উত্তর : পাহাড়

৭।           উদ্ভিদের খাদ্য তৈরিতে সহায়তা করে কোনটি?

                ক. অক্সিজেন    

                খ. ক্লোরোফিল

                গ. নাইট্রোজেন 

                ঘ. কার্বন ডাই-অক্সাইড

                উত্তর : ক্লোরোফিল

৮।          নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে-

                ক. মানুষ              খ. ছাগল

                গ. গরু   ঘ. ঘাস

                উত্তর : ঘাস

৯।           খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল কোনগুলো?

                ক. সব মানুষ    

                খ. সব ছাগল

                গ. সব পাখি      

                ঘ. পৃথিবীর সব প্রাণী

                উত্তর : পৃথিবীর সব প্রাণী

১০।        খাদ্য শৃঙ্খলের প্রাথমিক উপাদান কোনটি?

                ক. ফড়িং            

                খ. সবুজ উদ্ভিদ

                গ. ব্যাঙাচি       

                ঘ. কেঁচো

                উত্তর : সবুজ উদ্ভিদ

১১।        সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির সময় কোনটি বায়ুতে ছাড়ে?

                ক. অক্সিজেন    

                খ. কার্বন ডাই-অক্সাইড

                গ. কার্বন কণা  

                ঘ. নাইট্রোজেন

                উত্তর : অক্সিজেন

১২।        উদ্ভিদ ও প্রাণী কোনটি ছাড়া বাঁচতে পারে না?

                ক. বায়ু

                খ. পানি

                গ. বায়ু ও পানি 

                ঘ. অক্সিজেন

                উত্তর : বায়ু ও পানি

১৩।       শক্তির প্রধান উৎস কী?

                ক. বিদ্যুৎ             খ. তেল

                গ. সূর্য    ঘ. কয়লা

                উত্তর : সূর্য

১৪।        কার্বন ডাই-অক্সাইড ও অক্সিজেনের জন্য কোনটি একে অন্যের ওপর নির্ভরশীল?

                ক. উদ্ভিদ            

                খ. প্রাণী

                গ. উদ্ভিদ ও প্রাণী             

                ঘ. জড় ও জীব

                উত্তর : উদ্ভিদ ও প্রাণী

১৫।        গাছপালা খাদ্য প্রস্তুতের জন্য বায়ু থেকে কী গ্রহণ করে?

                ক. অক্সিজেন    

                খ. নাইট্রোজেন

                গ. কার্বন ডাই-অক্সাইড

                ঘ. ক্লোরোফিল

                উত্তর : কার্বন ডাই-অক্সাইড

১৬।       নিচের কোনটির জন্য উদ্ভিদ প্রাণীর ওপর নির্ভরশীল?

                ক. তাপ

                খ. খাদ্য

                গ. আবাস           

                ঘ. পরাগায়ণ

                উত্তর : খাদ্য

সংক্ষিপ্ত প্রশ্ন

প্রশ্ন : পরিবেশের ওপর জীবের নির্ভরশীলতার দুটি উদাহরণ দাও।

উত্তর : পরিবেশের ওপর জীবের নির্ভরশীলতার দুটি উদাহরণ নিচে উল্লেখ করা হলো-

(ক) প্রত্যেক জীবের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন। আর এ পানির জন্য জীব পরিবেশের ওপর নির্ভরশীল।

(খ) প্রত্যেক জীবের শ্বাসকার্য পরিচালনার জন্য প্রয়োজন অক্সিজেন। আর এ অক্সিজেনের জন্য জীব পরিবেশের উপাদান বায়ু ও উদ্ভিদের ওপর নির্ভরশীল।

প্রশ্ন : খাদ্য শৃঙ্খল বলতে কী বোঝো?

উত্তর : সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করে। এই সবুজ উদ্ভিদকে খা


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios:

আপনার একটি গুরুত্বপূন্য কমেন্ট লেখককে অনুপ্রানিত করে । অনুগ্রহ করে আপনার অনুভুতি আমাদেরকে জানান । আশা করি আমরা সহযোগিতা করতে পারবো ।