Tuesday, 17 November 2015

নারীর প্রতি অবমাননা মানহানি ও জঙ্গি তৎপরতা বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের সঙ্গে চুক্তি

নারীর প্রতি অবমাননা মানহানি ও জঙ্গি তৎপরতা বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের সঙ্গে চুক্তি করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার দুপুরে রাজধানীর বিটিআরসি ভবনে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এ কথা বলেন তিনি।

রাজনৈতিক অস্থিরতা ও নারীর প্রতি হয়রানি রোধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সঙ্গে বিগত বিএনপি-জামাত সরকারের চুক্তি করা উচিত ছিল বলে মনে করেন তিনি।

তিনি বলেন, চুক্তির প্রস্তাব পেয়েও তারা করেনি আমরা গুরুত্ব দিচ্ছি—তাদের ডেকে এনে চুক্তির বিষয় গুরুত্ব দিতে হবে।

ফেসবুকের সঙ্গে চুক্তির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা সুযোগটি আবার গ্রহণ করতে চাই— এ প্রক্রিয়ার অংশ হিসেবে ফেসবুকের কর্মকর্তাদের প্রয়োজনে ডেকে এনে কিংবা চিঠির মাধ্যমে বা অনুরোধের মাধ্যমে চুক্তি করার পথ যেন প্রশস্ত হয় সে বিষয়ে অবশ্যই দৃষ্টি দিতে হবে।

এজন্য বিটিআরসিকে শক্তিশালী করার সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

মন্ত্রণালয়ের প্রত্যেকটি বিভাগের কর্মকর্তাদের দুর্নীতিতে না জড়াতে আহ্বান জানান তিনি।

এসময় মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগগুলোতে দুর্নীতি বন্ধ ও কাজে গতিশীলতা আনতে অযোগ্য কর্মকর্তাদের প্রয়োজনে বদলি করা হবে বলেও জানান তারানা হালিম।

দুর্নীতির বিষয়ে ভবিষ্যতে কাউকেই ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios:

আপনার একটি গুরুত্বপূন্য কমেন্ট লেখককে অনুপ্রানিত করে । অনুগ্রহ করে আপনার অনুভুতি আমাদেরকে জানান । আশা করি আমরা সহযোগিতা করতে পারবো ।