ইউরো ২০১৬ মূল পর্বে জায়গা করে নিল রিপাবলিক অব আয়ারল্যান্ড। প্লে অফ ম্যাচে জন ওয়াল্টারসের জোড়া গোলে বসনিয়া হার্জেগোভিনাকে ২-০ ব্যবধানে হারিয়েছে আইরিশরা।
ডাবলিনে ম্যাচের প্রথমার্ধেই লিড নেয় আয়ারল্যান্ড। বসনিয়ার রক্ষনে আক্রমনে যাওয়া জন ওয়াল্টারসকে রুখতে গিয়ে ডি বক্সে হ্যান্ডবল করে বসেন আরভিন জুকানোভিক।
স্পটকিক থেকে গোল করে স্বাগতিকদের লিড এনে দেন ওয়াল্টারস। সমতায় ফিরতে মরিয়া হয়ে খেললেও গোলের দেখা পায়নি বসনিয়া।
ম্যাচের ৭০ মিনিটে আবারো দ্য ড্রাগনদের জালে বল পাঠিয়ে, স্কোরশিটে দ্বিতীয়বারের মত নাম লেখান ওয়াল্টারস। বাকি সময়ে আর কোন গোল না হলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আয়ারল্যান্ড।
0 coment rios:
আপনার একটি গুরুত্বপূন্য কমেন্ট লেখককে অনুপ্রানিত করে । অনুগ্রহ করে আপনার অনুভুতি আমাদেরকে জানান । আশা করি আমরা সহযোগিতা করতে পারবো ।