Wednesday, 18 November 2015

বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া

বিশ্বকাপ ফুটবল রাশিয়া-২০১৮ এর বাছাইপর্বের ফিরতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

৪ বার বিশ্বকাপ খেলা ও এশিয়ার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন- অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয়বারের মতো মাঠে নামবে মামুনুল বাহিনী।

২০১৮ ফুটবল বিশ্বকাপ ও ২০১৯ এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে, শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাছাইপর্বে এখন পর্যন্ত কোনো ম্যাচ না জেতা বাংলাদেশ 'বি' গ্রুপে সবার শেষে রয়েছে।

অন্যদিকে, বাছাইপর্বের ৫ ম্যাচের ৪টিতেই জয়ী অস্ট্রেলিয়া, এ ম্যাচ জিতলেই পরের পর্বের টিকিট কাটবে।

গেলো সেপ্টেম্বরে প্রধান কোচের দায়িত্ব নেয়া ইতালিয়ান ফ্যাবিও লোপেজের অধীনে ২টি আন্তর্জাতিক ম্যাচেই হেরেছে বাংলাদেশ। বাছাইপর্বের ছয় ম্যাচে অংশ নেয়া বাংলাদেশ এ পর্যন্ত দুই গোল আদায়ের বিপরীতে হজম করেছে ২০টি। সবশেষ তাজিকিস্তান সফরে স্বাগতিকদের কাছে ৫-০ গোলে হেরে এসেছে লাল-সবুজরা। তবে, ঘরের মাঠে সকারুসদের বিপক্ষে ঘুরে দাড়ানোর আশা ফ্যাবিও লোপেজের শিষ্যদের।

এর আগে পার্থে প্রথম লেগের খেলায় বাংলাদেশকে ৫-০ গোলে উড়িয়ে দেয় সকারুসরা। দ্বিতীয় লেগেও সহজ জয়ের আশা করছে অস্ট্রেলিয়া।

ইনজুরির কারণে বাংলাদেশ সফরে আসছেন না অস্ট্রেলিয়ার টম রজিক ও টমি জুরিখ। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সফরকে সামনে রেখে সিঙ্গাপুরে অনুশীলন শেষ করে অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দল।

৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বি গ্রুপের টেবিলে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। ৬ ম্যাচে মাত্র ১ পয়েন্ট বাংলাদেশের।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios:

আপনার একটি গুরুত্বপূন্য কমেন্ট লেখককে অনুপ্রানিত করে । অনুগ্রহ করে আপনার অনুভুতি আমাদেরকে জানান । আশা করি আমরা সহযোগিতা করতে পারবো ।