তিন দিনে সালমানের ১০০ কোটি রুপি!
১৬ নভেম্বর ২০১৫, ১০:৩৫
সালমান-সোনম জুটি সুপারহিট। ছবি : এনডিটিভি
সালমান খানের ছবি মানে মুক্তির আগেই ব্লকবাস্টার হিট। ‘প্রেম রতন ধান পায়ো’ দারুণ সাফল্য পেতে যাচ্ছে, এ নিয়ে দ্বিধা ছিল না কারোই। তবে সালমানের ‘প্রেম ম্যাজিক’ যে এমন দুর্দান্ত কাজ করবে, কয়জনই বা আন্দাজ করেছিলেন! মুক্তির মাত্র তিন দিনের মাথায় ডমেস্টিক বক্স-অফিসে ১০০ কোটি রুপির বেশি আয় করেছে ছবিটি। এনডিটিভির খবরে জানা গেল, বিদেশের মাটিতেও ‘জোড়া’ সালমানে আচ্ছন্ন রুপালি পর্দা।
বছরের পঞ্চম ছবি হিসেবে ১০০ কোটি রুপির বেঞ্চমার্ক পেরোল ‘প্রেম রতন ধান পায়ো’। এর আগে ‘বজরঙ্গি ভাইজান’, ‘তনু ওয়েডস মনু রিটার্নস’, ‘বাহুবলি’ ও ‘এবিসিডি ২’ এ বছর শতকোটি রুপির বাণিজ্য করেছে। তবে সবচেয়ে জমজমাট এখন সালমানের সাফল্য-কাহিনী। ‘প্রেম রতন ধান পায়ো’র মাধ্যমে নবমবারের মতো শতকোটি রুপি আয় করা ছবি ক্যারিয়ারে যোগ হলো তাঁর।
0 coment rios:
আপনার একটি গুরুত্বপূন্য কমেন্ট লেখককে অনুপ্রানিত করে । অনুগ্রহ করে আপনার অনুভুতি আমাদেরকে জানান । আশা করি আমরা সহযোগিতা করতে পারবো ।