ধর্মেন্দ্র এবং সঞ্জয় দত্তের মতো হি-ম্যান সুলভ বলিউড স্টাররা কুস্তির কর্পোরেট টুর্নামেন্ট প্রো রেস্টলিং লিগে (পিডব্লিউএল) অংশ নিয়েছেন আগেই। এবার পিডব্লিউএল-এর আসরে নাম লেখালেন সোনাক্ষী দাবাং সিনহা। জানা যাচ্ছে উত্তরপ্রদেশ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে পারেন তিনি। এই দলে দেশের অলিম্পিক পদকজয়ী সুশীল কুমার ও বিশ্বচ্যাম্পিয়ন অ্যালিনা স্ট্যাডনিক রয়েছেন।
সোনাক্ষীই প্রথম মহিলা অভিনেত্রী যিনি এই টুর্নামেন্টের ব্যান্ডওয়াগন হতে চলেছেন। চলতি বছর ১০-২৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এই কুস্তির কর্পোরেট লডা়ই।সোনাক্ষীর অন্তর্ভুক্তির কথা যদিও সরকারি ভাবে আর কিছুদিন পরে জানানো হবে। তবে তাঁর আগমনী বার্তাই ঝড় তুলে দিয়েছে।
0 coment rios:
আপনার একটি গুরুত্বপূন্য কমেন্ট লেখককে অনুপ্রানিত করে । অনুগ্রহ করে আপনার অনুভুতি আমাদেরকে জানান । আশা করি আমরা সহযোগিতা করতে পারবো ।