একটা জুমলা টেমপ্লেট কি?
জুমলা সিএমএস এর মধ্যে একটা টেমপ্লেট হচ্ছে কিছু ফাইলের ধারাবাহিকতা যেটা জুমলার কনটেন্টগুলি কিভাবে প্রদর্শিত হবে তা নিয়ন্ত্রন করে।এটা একটা ওয়েবসাইট নয় ।এটা হচ্ছে একটা ডিজাইন যেটা জুমলার ওয়েবসাইট দেখায়।একটা পূর্নাঙ্গ ওয়েবসাইট তৈরীর জন্য একটা টেমপ্লেট হাতের মত কাজ করে,অর্থ্যাৎ জুমলার ডেটাবেস থেকে এই হাত তথ্য তুলে আনে।আমরা টেমপ্লেটে কনটেন্টসহ ছবি দেখি এই ছবি কিন্তু টেমপ্লেটের অংশ নয় তবে যে শিরোনাম দেখি এটা টেমপ্লেটের অংশ।
ডিজাইন পদ্ধতি
আপনি যখন জুমলার তৈরী কোন ওয়েব সাইট দেখেন,সেটা কিন্তু স্টাটিক নয় বরং ডাইনামিক।কনটেন্ট গুলি ডাইনামিকলি ডেটাবেস থেকে আপনার কাছে আসছে।একটা ওয়েব পেজ দেখা খুব সহজ কিন্তু এই পেজটি দেখাতে এর পেছনে একটা টেমপ্লেটে অনেক পিএইচপি কমান্ড লিখতে হয়েছে।যাইহোক প্রথমে খুবই সাধারন একটা জুমলা টেমপ্লেট তৈরী করতে হয় তা দেখাচ্ছি এরপর এডভান্সড লেভেলে যাব।
সবার আগে জুমলার ‘templates’ ফোল্ডারে (আমার ক্ষেত্রে এই ফোল্ডার আছে এই লোকেশনে XAMPP/htdocs/webcoachbd/templates) নিজের ইচ্ছেমত নামের একটা ফোল্ডার তৈরী করুন ধরুন আমি এই ফোল্ডারের নাম দিলাম joomtemp .এই ফোল্ডারে ২ টি টেক্সক্ট ফাইল “index.php” এবং “templateDetails.xml” তৈরী করুন যেকোন এডিটর দিয়ে যেমন আমি নোডপ্যাড++ দিয়ে করেছি।এই ফোল্ডারে আরো দুটি জিনিস তৈরী করতে হবে তবে কোন ফাইল নয় দুটি ফোল্ডার একটা “images” আরেকটা “css” নামের।“css” ফোল্ডারে “style.css” নামে একটা ফাইল তৈরী করুন।ব্যাস আপাতত কাজ শেষ এবার কোড লেখার পালা শুরু।
ফাইল ফোল্ডারের নকশাটি এরকম
joomtemp/
css/
style.css
images/
index.php
component.php
templateDetails.xml
পরবর্তি পোষ্টে আমরা
তিন ধাপে টিউটোরিয়ালটি শেষ করব।
১. খুব সাধারন মানের একটা টেমপ্লেট তৈরী
২.সিএসএস সহ আরেকটু উন্নতমানের টেমপ্লেট
৩.একটা পূর্নাঙ্গ টেমপ্লেট তৈরী
আজ এই পর্যন্তই। বুঝতে কোন সমস্যা হলে জানাবেন। ধন্যবাদ।
0 coment rios:
আপনার একটি গুরুত্বপূন্য কমেন্ট লেখককে অনুপ্রানিত করে । অনুগ্রহ করে আপনার অনুভুতি আমাদেরকে জানান । আশা করি আমরা সহযোগিতা করতে পারবো ।