বুধবার থেকে ফেসবুক বন্ধ করে দেওয়ার কারণে আজ শুক্রবার টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের ফেসবুক প্রোফাইল ব্লক করে দেওয়ার খবর পাওয়া গেছে।
এ বিষয়ে ফেসবুকে বেশ কিছু স্ক্রিনশর্ট ছড়িয়ে পড়তে দেখা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে ফেসবুক বন্ধ করে দেওয়ার কারণে সরকারের শীর্ষ কর্মকর্তাদের ফেসবুক পেজ ও প্রোফাইলে স্প্যাম রিপোর্ট করতে শুরু করেছেন কেউ কেউ।
তবে ফেসবুক বন্ধের ক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন তারানা হালিম। তিনি নিজে এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিচ্ছেন প্রায় প্রত্যেক দিন। এ জন্য ফেসবুকে তিনি সবচেয়ে বড় টার্গেটে পরিণত হয়েছেন।
এরই প্রেক্ষিতে শুক্রবার তারানা হালিমের ফেসবুক প্রোফাইল ব্লক করে দেওয়ার খবর পাওয়া গেছে। ফেসবুকে প্রকাশিত স্ক্রিনশর্টে বলা হয়েছে, ফেসবুক কর্তৃপক্ষ বলেছেন, তারানা হালিমের প্রোফাইল ব্লক হওয়ার খবর তাঁকে জানিয়ে দেওয়া হবে তবে কে বা কারা তাঁর নামে রিপোর্ট করেছে তা প্রকাশ করা হবে না।
উল্লেখ্য, তারানা হালিমের ফেসবুক প্রোফাইল ব্লকড করা হলেও তাঁর অফিশিয়াল ফেসবুক পেজ এখনও চালু রয়েছে।
0 coment rios:
আপনার একটি গুরুত্বপূন্য কমেন্ট লেখককে অনুপ্রানিত করে । অনুগ্রহ করে আপনার অনুভুতি আমাদেরকে জানান । আশা করি আমরা সহযোগিতা করতে পারবো ।