আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে এইচ টি এম এল শেখানোর চেস্টা করবো।
তো আর কথা না বলে চলুন শুরু করে দিই html এর ধারাবাহিক টিউটোরিয়াল।
তো প্রথমে আমরা html এর বেসিক কিছু তথ্য জেনে নেব
HTML কি?এর কাজ কি ধরনের?
HTML খুবই সুন্দর ও সহজ একটি ভাষা।যার মাধ্যমে আপনি আপনার সবচেয়ে সুন্দর সাইটটি তৈরী করতে পারবেন।HTML এর পূর্ণাঙ্গ রূপ হলো : H=Hyper,T=Text,M=Markup,L=Language.
HTML এর বহুল ব্যবহৃত হওয়ার কারন :
১. HTML খুবই সহজ।
২. আমার দেখা মতে এটা সব সার্ভার সার্পোট করে।
৩. এটা দিয়ে সব ধরনের সাইট তৈরী করা যায়।
৪. আপনি সাধারণ ভাবেই এটা ব্যবহার করতে পারবেন।
HTML দুই প্রকার।
১.HTML TAG
২.HTML DOCUMENT
PHP ও HTML এর মধ্যে পার্থক্য কি?
PHP ও HTML এর মধ্যে পার্থক্য ভাষার দিক থেকে:
১. HTML একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ।
২. PHP একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
ব্যবহার :
HTML একটি সহজ ভাষা।
PHP আমার কাছে কঠিন লাগে।
সার্পোট:
HTML যেকোন সার্ভার সার্পোট করে।
PHP আমার দেখা কিছু সাইট সার্পোট করে না।
HTML সব সাইটেই কিছু প্রয়োজন।
PHP না থাকলে ও চলে।
আজ এ পর্যন্তই কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে comment করুন।
0 coment rios:
আপনার একটি গুরুত্বপূন্য কমেন্ট লেখককে অনুপ্রানিত করে । অনুগ্রহ করে আপনার অনুভুতি আমাদেরকে জানান । আশা করি আমরা সহযোগিতা করতে পারবো ।