আরব বিশ্বে প্রথম নারী স্পিকার নির্বাচন করে ইতিহাস সৃষ্টি করেছে সংযুক্ত আরব আমিরাত(ইউএই)।
বুধবার দেশটির ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের (এফএনসি) সদস্যরা আমাল আল-কুবাইসিকে কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত করে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আল-এরাবিয়া।
সাতটি রাজ্য বা আমিরাতের প্রতিনিধিত্বকারী গুরুত্বপূর্ণ এ কাউন্সিলের প্রেসিডেন্টই পদাধিকার বলে স্পিকারের দায়িত্ব পালন করে থাকেন।
চলতি বছরের অক্টোবর মাসে আরব আমিরাতের ৭৯ হাজার ভোটার ৪০ সদস্যবিশিষ্ট এফএনসির ২০ সদস্যকে নির্বাচিত করেন। বাকিরা আমিরাতগুলোর(প্রদেশ বা রাজ্য) ইলেকটোরাল কলেজের প্রতিনিধি হিসেবে মনোনীত হন। এফএনসির সদরদপ্তর ইউএই-এর রাজধানী আবুধাবিতে।
এফএনসি সরকারের উপদেষ্টা পর্ষদ হিসেবে কাজ করে।
নতুন দায়িত্ব পাওয়ার পর উৎফুল্ল কুবাইসি তার প্রতিক্রিয়ায় কাউন্সিলের সদস্যদের ধন্যবাদ জানান।
“আরব বিশ্বের প্রথম নারী হিসেবে এ দায়িত্ব পাওয়ায় নিজেকে গর্বিত লাগছে।”
এর আগে ২০০৬ সালে কাউন্সিলের প্রথম নারী সদস্য মনোনীত হয়েও ইতিহাস সৃষ্টি করেছিলেন ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রিধারী এবং একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুবাইসি।
তিনি কিছু সময়ের জন্য এফএনসির ডেপুটি স্পিকারের দায়িত্বও পালন করেছেন। আর ওই সময়েই তিনি যথাযথভাবে দায়িত্ব পালন করে তার যোগ্যতার প্রমাণ রাখেন।
টুইটারে নতুন স্পিকারকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম।
অন্য এক টুইট বার্তায় মাকতুম আমিরাতের নারীদের ‘অসামান্য রাজনীতিবিদ’ উল্লেখ করে বলেছেন, তারা দেশ ও আরব বিশ্বকে বিশ্বের কাছে ইতিবাচকভাবে উপস্থাপনের জন্য যোগ্য।
ওই অঞ্চলের বেশিরভাগ দেশেই নারীদের জনসম্মুখে আসা ও ভোটাধিকার প্রাপ্তি নিষিদ্ধ। কিছু কিছু দেশে তাদের গাড়ি চালানোর অনুমতিও দেয়া হয়না।
কুবাইসির স্পিকার নির্বাচিত হওয়ার ঘটনা ‘আরব বিশ্বে নারী জাগরণে’ ভূমিকা রাখবে বলে মনে করেন সংবাদপত্র খালিজ টাইমসের নগর সম্পাদক মুস্তাফা আল জারুনিও।
আল-এরাবিয়াকে তিনি বলেন, “এ অসাধারণ পদক্ষেপ বোঝাচ্ছে, সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্ব সমাজ ও রাজনীতিতে নারীদের এগিয়ে আসতে উৎসাহ দিচ্ছেন।”
একইরকম মন্তব্য করেছেন দুবাইভিত্তিক একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুলখালেক আবদুল্লাহ। তিনি বলেন, “অনেকেই মনে করেন, নারী প্রতিনিধিত্ব আসলে লোক দেখানো ব্যাপার। কিন্তু কুবাইসি প্রমাণ করেছে, তার যোগ্যতাই তাকে এত উপরে নিয়ে এসেছে।”
0 coment rios:
আপনার একটি গুরুত্বপূন্য কমেন্ট লেখককে অনুপ্রানিত করে । অনুগ্রহ করে আপনার অনুভুতি আমাদেরকে জানান । আশা করি আমরা সহযোগিতা করতে পারবো ।