>>>
Robi Free Unlimited InterNet Only Android User<<<
এটা মূলত কোন ফ্রিনেট না, তারপরেও কম কিছু না। এটাতে কোন সার্ভার ইউস করব না। কাজ করব অফিশিয়াল সেটিংস দিয়ে। আপনি ৫০০ এএম্বিফেইসবুক পেক কিনুন *8444*0# । চলুন সেটিংস বানাই।
—————————–
Name:freenet
APN: wap
APN Type: default/no need
Proxy: Port:
________________________________
বি: দ্র: এখানে আমি সেটিংসে একবার default দিয়ে
ট্রাই করলাম।
_________________________________
এবার অপেরা দিয়ে m.facebook.com ধুকুন। আশা করি ধুকবেই। আর Error আসলেও ৫ বারের মতো ট্রাই করেন। যতটুকু পর্যন্ত ip block মেসেজ না আসে। (আসতেও পারে) ২য় ট্রিক : এখানে আমি শুধু আপনাদের একটি জিনিস বদলাতে বলব। সেটা হলো সেটিংস এর APN Type: খালি রেখে মোবাইল Restart করবেন। এখন আবার OperaMini তে
m.facebook.com লিখে গো দিন, আশা করিধুকবেই।
—————————————
ট্রিকটা দিয়ে আপনি সকল সাইট ব্রাউসিং করতে
পারবেন। তবে ফেইসবুক থেকে (ডাউনলোড + আপলোড +ব্রাউসিং) থাকছে। অন্যান্য সাইট ব্রাউজিং করতে অবশ্যই ফেইসবুকে কমেন্ট করবেন আপনার লিঙ্ক।পরেই সেটাতে ক্লিক করবেন.
0 coment rios:
আপনার একটি গুরুত্বপূন্য কমেন্ট লেখককে অনুপ্রানিত করে । অনুগ্রহ করে আপনার অনুভুতি আমাদেরকে জানান । আশা করি আমরা সহযোগিতা করতে পারবো ।