Sunday, 27 December 2015

কিভাবে পিন্টারেস্ট এর মেটা ট্যাগ আপনার ব্লগার সাইট এ অ্যাড করে ভেরিফাই করবেন? 

কিভাবে পিন্টারেস্ট এর মেটা ট্যাগ আপনার ব্লগার সাইট এ অ্যাড করে ভেরিফাই করবেন? 

বিডি টেক টিউটর ওয়েবসাইট এর পিন্টারেস্ট টিউটোরিয়াল এ আপনাকে স্বাগতম এর আগের পর্ব গলুতে আমরা পিন্টারেস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং কিভাবে ওয়ার্ডপ্রেস সাইট এ পিন্টারেস্ট অ্যাড করতে হয় সেটা দেখিয়েছিলাম । আজকে আমরা ব্লগার সাইট এ কিভাবে পিন্টারেস্ট অ্যাড করতে হয় সেটা দেখাবো ।

 

আমরা জানি, বর্তমানে ব্লগ এসইও এর জন্য সামাজিক যোগাযোগ সাইটগুলোর ভূমিকা অনেক। যা আমাদের সাইটগুলোর সোশ্যাল সিগন্যাল বৃদ্ধি করে। সামাজিক যোগাযোগ সাইটগুলোর অনেকটিই প্রোফাইলের মাধ্যমে ডুফলো ব্যাকলিংক দিয়ে থাকে। তবে পিন্টারেস্ট এর মতো বড়মানের অথরিটি সাইট থেকে ডুফলো ব্যাকলিংক পাওয়া আসলেই অনেক কার্যকরী। তবে এই ব্যাকলিংক পাওয়ার ক্ষেত্রে কিছুটা কষ্ট আপনাকে করতে হবে। সেটি হলো আপনার সাইটটি পিন্টারেস্টে ভেরিফাই করা। এখানে সেই বিষয়টিই তুলে ধরা হলো। ফলে আপনি সহজেই আপনার সাইটের ডুফলো ব্যাকলিংক তৈরি করতে পারবেন মাত্র ৫/৭ মিনিটেই। আর হ্যা, আপনারা হয়তো জানেন একটি ডুফলো ব্যাকলিংক ১০০টি নোফলো ব্যাকলিংক থেকে বেশি পাওয়ারফুল।

এই কাজটির জন্য প্রথমে আপনাকে পিন্টারেস্টঅ্যাকাউন্টে লগ-ইন করতে হবে। এখন উপরের দিকে আপনার নামের উপর ক্লিক করলে একটি ড্রপডাউন মেনু পাবেন।

সেখান থেকে অ্যাকাউন্ট বাটনে ক্লিক করতে হবে। সেটিং পেজ ওপেন হবে।

এখন Profile এ ক্লিক করে  আপনার সাইটের অ্যাড্রেসটি টাইপ করে কনফার্ম  বাটনে ক্লিক করতে হবে। আজ আমি দেখাবো এই মেটা ট্যাগ টি Blogger সাইট এ কিভাবে এড করতে হবে ।

 

 

উপরের দেখানো বক্স এ আপনার ওয়েবসাইট এর নাম লিখে কনফার্ম ওয়েবসাইট এ ক্লিক করুন ।

 

 

কনফার্ম এ ক্লিক করার পর উপরের ছবির মত দেখতে পাবেন এটি হোল একটি মেটা ট্যাগ এটি আপনার ওয়েবসাইট এ যোগ করবেন হেড অপশন এ আমি নিচে আমাদের ওয়েবসাইট এ যোগ করে দেখাচ্চি ।

প্রথমে আপনার ব্লগার সাইট এ লগ ইন করুন এবং আপনি যে সাইটে এ অ্যাড করতে চান সেটা তে প্রবেশ করুন । এবার বাম পাসের এডমিন অপশন থেকে টেম্পলেট এ ক্লিক করুন নিচের দেখানো ছবির মত ।

এবার  আপনি নিচের ছবিতে দেখানর মত এডিট এইচটিএমএল এ ক্লিক করুন ।

 

 

ক্লিক করলে আপনার সাইট এর টেম্পলেট এর কোড গুলি দেখতে পারবেন । আমাদের মেটা ট্যাগ টি হেড অপশন এর ভিতরে রাখতে হবে. এই জিনিস টা গুরুত্বপূর্ণ সকল মেটা ট্যাগ টি হেড ট্যাগ এ রাখতে হবে।নিচের ছবিতি দেখুন ।

হেড ট্যাগ সবার উপরে থাকে সুতরাং এটা খুজতে কোন সমস্যা হবে না এবার আমাদের কপি করা মেটা ট্যাগ টি যেটি  আমরা পিন্টারেস্ট থেকে পেয়েছিলাম সেটা এখানে পেস্ট করতে হবে নিচের ছবিতে লক্ষ্য করুন।

 

এবার সেভ টেম্পলেট এ ক্লিক করে টেম্পলেট টি কে সেভ করুন ।

এখন আপনি আবার পিন্টারেস্ট ওয়েবসাইট এ জান সেখানে নিচের ছবির মত ফিনিস এ ক্লিক করুন ।

 

ফিনিস এ ক্লিক করার পর নিচের ছবির মত আসবে সেখান থেকে সেভ সেটিং এ ক্লিক করে সেভ করুন ।

 

এই তো আমাদের কাজ শেষ । এবার পিন্টারেস্ট সাইট টি ক্লোজ করে আবার ভিজিট করুন এবং আপনার প্রোফাইল এ গিয়ে এডিট সেটিং এ জেয়ে দেখুন আপনার সাইট এর পাশে সাইট ভেরিফাই নামের নিচের মত একটা লেখা দেখা যাচ্ছে ।

তো আমাদের সাইট টি ভেরিফাই করা হয়ে গেলো।  আপনার সাইটের জন্য একটি ডুফলো ব্যাকলিংক হয়ে গেলো।

এই কাজটি করতে সর্বোচ্চ ৫/৭ মিনিট সময় লাগতে পারে। আপনার একাধিক সাইট থাকলে পিন্টারেস্টে আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলে সেটি ভেরিফাই করে নিতে পারেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios:

আপনার একটি গুরুত্বপূন্য কমেন্ট লেখককে অনুপ্রানিত করে । অনুগ্রহ করে আপনার অনুভুতি আমাদেরকে জানান । আশা করি আমরা সহযোগিতা করতে পারবো ।