রাষ্ট্রপতির নিকট ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামি প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেছেন কিনা তা স্পষ্ট করেননি আইনমন্ত্রী আনিসুল হক। এ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। প্রশ্ন উঠেছে যদি ক্ষমা চেয়েও থাকেন সে বিষয়ে স্পষ্ট কোন বক্তব্য নেই কেন?
তিনি বলেছেন, সংবিধানের ৪৯ অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে সাধারণ ক্ষমা করার যে ক্ষমতা দেয়া হয়েছে, সাজাপ্রাপ্তরা সেই সুযোগ নিয়েছেন। তারা ক্ষমা প্রার্থনা না করলে, তাদের আবেদন রাষ্ট্রপতির নিকট পাঠানোর জন্য বিবেচনা করা হতো না।
কারণ, তাদের সামনে এই ক্ষমা চেয়ে প্রাণভিক্ষা চাওয়া ছাড়া আর কোনো আইনি সুযোগ নেই। তাদের এই আবেদন ক্ষমা চেয়ে আবেদন বলে গণ্য হবে।
রাষ্ট্রপতির নিকট আবেদনে কি লিখা হয়েছে সেই বিষয়ে খোলাসা না করে আইনমন্ত্রী বলেন, আবেদনটি করা হয়েছে মহামান্য রাষ্ট্রপতি বরাবর। তাই এ ব্যপারে আমি কোনো কথা বলতে পারি না। আমরা সেই আবেদনের আইনি দিক পরীক্ষা করে মতামত দিয়েছি। কি মতামত দিয়েছি তাও আমি সবাইকে বলতে পারি না। কারণ, আমার মতামত দেয়া হয়েছে রাষ্ট্রপতি বরাবর।
তিনি বলেন, আমরা আবেদনের আইনি দিক পরীক্ষা করে আমাদের মতামতসহ রাষ্ট্রপতির নিকট পাঠিয়ে দিয়েছি।
সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের পক্ষ থেকে যে আবেদন রাষ্ট্রপতির নিকট করার চেষ্টা করা হয়েছিলো সেই প্রসঙ্গে তিনি বলেন, এই আবেদন শুধু একটি পরিস্থিতি সৃষ্টি করার জন্য। কারণ, এর কোনো আইনি ভিত্তি নেই। তাদের এই কথাগুলো তারা এর আগে তিনটি আদালতে উপস্থাপন করেছিলেন।
এদিকে আজ দুপুরে মুজাহিদের পরিবারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে বলা হয় তার ক্ষমা চাওয়ার বিষয়টি সঠিক নয়।
রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে সালাহউদ্দিন কাদেরের সিদ্ধান্ত কী-জানতে চাইলে তার স্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, আমরা এই বিষয়ে কিছু বলতে পারব না। এটা উনার ব্যাপার। আমরা যখন তাকে জিজ্ঞসা করেছি, তখন তিনি বলেছেন, ‘আইনজীবীর কাছে বলব’।
সালাউদ্দিন কাদেরের ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেন, বাবা ক্ষমা চেয়ে মার্সি পিটিশন চাইবেন? এটা আমি তার সঙ্গে কথা না বলে কিছু বলতে পারব না।
হুম্মাম বলেন, আনিসুল হক ভাল করেই জানেন, বাবা কী বলতে পারেন। আমার বাবা কী ধরনের লোক, তা সবাই জানে।
এরআগে সংবাদ সম্মেলনে হুম্মাম বলেন, ক্ষমার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন তার বাবা এবং আইনজীবীদের সঙ্গে তার সাক্ষাতের সুযোগ হলেই তা জানা যাবে।
0 coment rios:
আপনার একটি গুরুত্বপূন্য কমেন্ট লেখককে অনুপ্রানিত করে । অনুগ্রহ করে আপনার অনুভুতি আমাদেরকে জানান । আশা করি আমরা সহযোগিতা করতে পারবো ।