শেয়াল ও কাঠুরিয়া (কাঠুরিয়া)। কাঠুরিয়া।
একদিন এক শেয়াল শিকারিদের ধাওয়া খেয়ে দৌরিয়ে পালাতে লাগলো।পথে এক কাঠুরিয়ার সাথে শেয়ালটি দেখা হলে শেয়ালটি তার কাছে আশ্রয়। কাঠুরিয়া। চাইলো।কাঠুরিয়া শেয়ালটিকে তার ঘরে আশ্রয় দিলে শেয়াল তার উপস্থিতির কথা শিকারিদের কাছে যাতে সে না জানায় সে জন্য গভীর অনুরোধ করলো।কাঠুরিয়া শেয়ালকে বললো সে তার উপস্থিতির কথা শিকারিদের জানাবে না।
কিছুক্ষনপর শিকারি দল কাঠুরিয়ার কাছে আসলো এবং জানতে চাইলো যে,সে কোন শেয়ালকে ওই পথ দিয়ে যেতে দেখেছে কিনা?
কাঠুরিয়া হাত দিয়ে তার ঘরের দিকে ইসারা করে শিকারিদের দেখালো।কিন্তু ভাগ্যক্রমে শিকারি দল কাঠুরিয়ার ইসারা কিছুই না বুঝতে পেরে সেখান থেকে তারা চলে গেলো।
কিছুক্ষন পর শেয়াল কাঠুরিয়ার ঘর থেকে বের হয়ে কাঠুরিয়াকে কোন কিছু না বলেই চলে যেতে লাগলো।তখন কাঠুরিয়া শেয়ালকে
তিরস্কার করে বললো……
কাঠুরিয়া:- তুমি তো অনেক বেঈমান।আমি তোমাকে আশ্রয় দিলাম,শিকারিদের হাত থেকে বাচালাম কিন্তু তুমি আমাকে একটা ধন্যবাদ ও দিলে না?
শেয়াল:- আমি তোমাকে ধন্যবাদ ঠিকই দিতাম,যদি তুমি তোমার কথা ও কাজ এক রকম করতে।
[আমাদের সমাজেও এমন অনেক লোক আছে যারা মুখে বলে এক কথা কিন্তু করে আরেক]
—সংগৃহীত
0 coment rios:
আপনার একটি গুরুত্বপূন্য কমেন্ট লেখককে অনুপ্রানিত করে । অনুগ্রহ করে আপনার অনুভুতি আমাদেরকে জানান । আশা করি আমরা সহযোগিতা করতে পারবো ।