Monday, 8 February 2016

সমাজের বিত্তবানদের যাকাত প্রদানে এগিয়ে আসার আহবান

সমাজের বিত্তবানদের যাকাত প্রদানে এগিয়ে আসার আহবান

ঢাকা, ১৯ জুলাই, ২০১৪ (বাসস): দারিদ্র বিমোচন এবং সম্পদ বৈষম্য কমাতে সমাজের সব বিত্তবানরা যাকাত প্রদানে এগিয়ে আসতে পারে। এতে দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি তরান্বিত হবে।
শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মিলনায়তনে ‘যাকাতের সম্ভাবনাময় সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিকভাবে যাকাত ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে বক্তারা এ সব কথা বলেন।
ডিসিসিআই এবং সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) যৌথভাবে সেমিনারের আয়োজন করে।
ডিসিসিআই ফাউন্ডেশন এবং আনোয়ার গ্র“প অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি মোহাম্মদ শাহজাহান খান বলেন, দারিদ্র বিমোচন, সমাজের অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে যাকাত ফান্ডের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি যাকাত কার্যক্রম ও যাকাত বিষয়ক প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন। তিনি নিকট আত্বীয়-স্বজন ও প্রতিবেশীদের মাঝে যাকাত বিতরনের উপর জোর দেন। 
তিনি বলেন, যাকাতের অর্থ রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মাধ্যমে বন্টন করা সম্ভব হলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নত করা সম্ভব। 
আনোয়ার হোসেন বলেন, সমাজের দারিদ্র বিমোচনের জন্য আল্লাহ্-তালা ধনীদের উপর যাকাত ফরজ করেছেন। তিনি পরিকল্পিত উপায়ে যাকাত সংগ্রহ ও বিতরণের উপর গুরুত্বারোপ করেন। তিনি সমাজ থেকে দারিদ্র বিমোচনের জন্য বিত্তবানদের যাকাত প্রদানের আহবান জানান। 
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর সিইও ড. মোঃ আইয়ুব মিয়া দারিদ্র বিমোচনে যাকাতকে পরিকল্পিত ভাবে ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন। 
তিনি জানান, সিজেডএম ইতোমধ্যে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, জরুরী চিকিৎসা ও মানবিক খাতে সহায়তা প্রদান, গরীব বেকারদের স্বাবলম্বী করার লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ প্রদান প্রভৃতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, সিজেডএম বাংলাদেশে প্রাতিষ্ঠানিক ভাবে যাকাত ব্যবস্থাপনা করে থাকে। 
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনির্ভাসিটির এসোসিয়েট প্রফেসর মাওলানা মোখতার হোসেন । 
ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি ওসামা তাসীর, সহ-সভাপতি খন্দকার শহীদুল ইসলাম, পরিচালক মুক্তার হোসেন চৌধুরী, হোসেন এ সিকদার, আলহাজ্ব আব্দুস সালাম, মোঃ শোয়েব চৌধুরী, এ কে ডি খায়ের মোহাম্মদ খান, কে জি করিম, প্রাক্তন সহ-সভাপতি আবসার করিম চৌধুরী, এম আবু হোরায়রা প্রমূখ সেমিনারে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios:

আপনার একটি গুরুত্বপূন্য কমেন্ট লেখককে অনুপ্রানিত করে । অনুগ্রহ করে আপনার অনুভুতি আমাদেরকে জানান । আশা করি আমরা সহযোগিতা করতে পারবো ।